রাজবাড়ী সদর এ ধুঞ্চি এলাকা থেকে ১০৫ ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার

রাজবাড়ীর সদর উপজেলার ধুঞ্চি নামক এক এলাকা থেকে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়িকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি নয়ন শেখক (২৫) গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত মাদক কারবারী নয়ন শেখ রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি এলাকার রায়হান শেখের ছেলে।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মোঃ ওমর শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তি রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি এলাকায় মোস্তফার ইটভাটার সামনে থেকে মাদক ব্যাবসায়ী নয়ন শেখকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তার কাছে থাকা ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক কারবারী নয়নের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।